সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ
ডিলার নিয়োগের লক্ষ্যে ডিলারশূন্য ইউনিয়নের বিপরীতে জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগের শর্তাবলি পূরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হয়। অতঃপর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়ে থাকে। সরজমিনের তদন্ত ও পরিদর্শন প্রতিবেদনের প্রেক্ষিতে উপজেলা কমিটিতে পেশ করে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি কর্তৃক যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতকৃত প্রাথমিক তালিকা জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে প্রেরণ করা হয়। জেলা কমিটিতে সিদ্ধান্ত গ্রহণের পর সুপারিশসহ বিসিআইসি, ঢাকাতে প্রেরণ করা হয়।
প্রতিটি ইউনিয়ন হতে এক (০১) জন ইঈওঈ সারের ডিলার এবং প্রতি ওয়ার্ডে এক (০১) জন খুচরা সার বিক্রেতা নিয়োগের ব্যবস্থা করা হয়।
ইঈওঈ কর্তৃক চূড়ান্তভাবে সার ডিলার নিয়োগ প্রদান ও দুই লক্ষ টাকা জামানত জমা করার পর ডিলাদের সাথে চুক্তি সম্পাদিত হয়। ইঈওঈ উপজেলা এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটিকে ডিলার নিয়োগের পত্রের অনুলিপি প্রেরণ করে থাকে।
খুচরা সার বিক্রেতা নিয়োগের পদ্ধতি:
প্রতি ওয়ার্ডে ০১ জন খুচরা সার বিক্রেতা হিসেবে নিয়োগ লাভের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের টঅঙ বরাবর আবেদন করতে হয়। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ইউনিয়ন কমিটিতে প্রেরণ এবং ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই শেষে সুপারিশসহ উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। উপজেলা কমিটির সভায় চূড়ান্তভাবে খুচরা বিক্রেতা নির্বাচন করা হয়। পরবর্তীতে টঅঙ কর্তৃক খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড প্রদান করা হয়।
সেবা প্রাপ্তির সময়
১৮-২০ দিন
প্রয়োজনীয় ফি
পাইকারি সার ডিলার নিয়োগ-দুই লক্ষ টাকা জামানত খুচরা সার বিক্রেতা নিয়োগ-ত্রিশ হাজার টাকা জামানত
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ও জেলা পর্যায়ের কৃষি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা কৃষি কর্মকর্তা ২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র
ক. আবেদনপত্র
খ. ৫,০০০/- টাকার ট্রেজারি চালান
গ. ট্রেড লাইসেন্স সনদপত্রের সত্যায়িত কপি
ঘ. গুদাম/দোকানের রেকর্ডপত্রের সত্যায়িত কপি
ঙ. আবেদনকারীর ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
চ. জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্বের সনদ
ছ. পাইকারির ক্ষেত্রে আয়কর সনদপত্রের সত্যায়িত কপি
জ. আইনানুসারে অঙ্গীকারনামা
ঝ. নিজস্ব ঘর না হলে ভাড়ার চুক্তিপত্র
ঞ. খুচরা ৩০,০০০/- ও বিসিআইসি ডিলার-দুই লক্ষ টাকা জামানত
সেবা প্রাপ্তির শর্তাবলি
প্রযোজ্য নহে।
সংশ্লিষ্ট আইন ও বিধি
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং সার ব্যবস্থাপনা নীতিমালা, ২০০৭
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা কার্যালয়
প্রধান ডিলার
এরিয়া |
সার ডিলারের নাম |
বেলঘর উত্তর |
কৃষান এন্টার প্রাইজ |
সাব ডিলার বৃন্দ –
বেলঘর বাজার |
বাবুল এন্টার প্রাইজ |
বেলঘর বাজার |
বিল্লাল এন্টার প্রাইজ |
বেলঘর বাজার |
আ: রহিম এন্টার প্রাইজ |
বেলঘর বাজার |
রফিক এন্টার প্রাইজ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস